চা চক্রে যোগ না নিয়ে সুযোগ হারিয়েছে বিএনপি : হানিফ

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:১২ অপরাহ্ণ | 194 বার

চা চক্রে যোগ না নিয়ে সুযোগ হারিয়েছে বিএনপি : হানিফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা চক্রে যোগ না নিয়ে আলোচনার সুযোগ হারিয়েছেন বিএনপির নেতারা— বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির শীর্ষ নেতাদের এ চা চক্রের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলার সুযোগ ছিল। বিএনপি না গিয়ে শিষ্টাচারবিবর্জিত কাজ করেছে। বিএনপি যে নেতিবাচক রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে তা আবারো প্রমাণিত হলো।

তিনি আরো বলেন, যে পথে বিএনপি হাঁটছে তাতে দলটির রাজনৈতিক সঙ্কট আরো বাড়ছে। উপজেলা নির্বাচনে বিএনপির সামনে সুযোগ আছে তাদের ভুল শোধরানোর। বিএনপিকে এ সময় উপজেলা নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম এ সাধারণ সম্পাদক।

Development by: visionbd24.com