কারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি পাওয়া গেলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করে এ নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি বলেন, অবশ্যই চিকিৎসকদের স্বাস্থ্য সেবাদান নিশ্চিত করতে হবে। উপস্থিতি নিশ্চিতে হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পরিচয়পত্র চালু করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে মানুষকে সেবা দিতে হবে।
প্রান্তিক জনপদে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ অবকাঠামোগত উন্নতির পাশাপাশি, সেবা সম্প্রসারণে নানা পদক্ষেপ বাস্তবায়িত হলেও সেবার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে যখন বাংলাদেশ এগিয়ে চলেছে, তখন স্বাস্থ্যখাতকে আরো জনমুখী করতে এবার কড়া নির্দেশনা এল প্রধানমন্ত্রীর তরফ থেকে।
কর্মকাণ্ডে গতিশীলতা আনতে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি এবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি যে কোনো মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মেডিকেল কলেজগুলো তৈরি হচ্ছে। তবে বেসরকারি মেডিকেল কলেজগুলোর দিকে আমাদের আরেকটু নজর দিতে হবে। সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পরিচয়পত্র পদ্ধতি চালুর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নার্সরা দায়িত্ব পালন না করলে তাদের অব্যাহতি দেয়া হবে।’
Development by: visionbd24.com