চুলে যে কারণে কন্ডিশনার ব্যবহার করবেন

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | ২:৩৬ অপরাহ্ণ | 13 বার

চুলে যে কারণে কন্ডিশনার ব্যবহার করবেন

কাজের প্রয়োজনে রাস্তায় বেরতে হয় সবাই। একবার বাইরে থেকে ঘুরে বাড়িতে ঢোকা মানে চুলের দফারফা। বায়ুদূষণে জেরবার একঢাল কালো চুল। চিটচিটে চুলকে পরিষ্কার করে তুলতে ভরসা একমাত্র শ্যাম্পু। চুলের যত্ন নিতে শ্যাম্পু করবেন অথচ কন্ডিশনার লাগাবেন না, তা তো হতে পারেন। তাই তো প্রত্যেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু প্রতিবার চুল ধোয়ার পরেই কী কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন। ব্যাপারটি জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে…

শ্যাম্পু চুলকে তেলমুক্ত করে। তার ফলে তা দেখলে রুক্ষ মনে হয়। তাই কন্ডিশনার ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কারণ, কন্ডিশনারে রয়েছে ময়শ্চারাইজার। যা চুলের শুষ্কতা দূর করে। আরও নরম, আরও মসৃণ করে তুলতে সাহায্য করে। এছাড়াও কন্ডিশনারের রয়েছে আরও নানা গুণ। চলুন কন্ডিশনারের বাকি গুণগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

শুষ্ক, রুক্ষ চুলে ডগা ফাটা সবচেয়ে বড় সমস্যা। সে সমস্যা রুখতে সাহায্য করে একমাত্র কন্ডিশনার। চুলের রুক্ষতা দূর করতে পারলে ডগা ফাটার সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

রুক্ষ চুলকে প্রাণ দিতে অপরিহার্য কন্ডিশনার। তাই শ্যাম্পু করার পর প্রতিবার কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন।

প্রতিবার শ্যাম্পু করলে মাথায় ত্বক থেকে নিঃসৃত তৈলাক্তভাব দূর হয়। যার ফলে চুল সহজেই রুক্ষ, শুষ্ক হয়ে যায়। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন। প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার না করলে চুলের চিররুক্ষতার সমস্যা তৈরি হবে।

যদি আপনি চুলে রং করেন কিম্বা ক্লোরিন মিশ্রিত পানিতে বহুক্ষণ সাঁতার কাটেন তাহলে আপনার চুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। চুলকে বাঁচাতে কন্ডিশনার ব্যবহার করুন। কারণ, চুলের সুরক্ষাকবচই হল কন্ডিশনার। সংবাদ প্রতিদিন

Development by: visionbd24.com