চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:০০ পূর্বাহ্ণ | 366 বার

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সোহাগ নামে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান বলে জানা গেছে।

সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন। এর আগে একই দিন রাত ১০টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন মারা যান। এ নিয়ে মোট মৃত্যের সংখ্যা দাড়াল ৬৯ জনে।

Development by: visionbd24.com