চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে বিস্ফোরণে ১৩ প্রাণহানি

শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ | ৫:২৩ অপরাহ্ণ | 533 বার

চেক প্রজাতন্ত্রে একটি কয়লা খনিতে মিথেন বিস্ফোরণের ঘটনায় ১৩ খনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ওকেডি শুক্রবার জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন পোলিশ ও দুজন চেক নাগরিক। খবর আল-জাজিরার। ওকেডি বলছে, বৃহস্পতিবার কারভিনা শহরের কাছে সিএসএম শক্ত-কয়লা খনির ৮০০ মিটারের বেশি গভীরে ওই মিথেন বিস্ফোরণ ঘটে।

টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে ওকেডি’র মুখপাত্র ইভো চেলেচোভস্কি বলেছেন, গতকালের (বৃহস্পতিবার) খনি বিপর্যয়ের ঘটনায় ১৩ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন পোলস এবং দুজন চেক। ১৯৯০ সালের পর এটিই চেক প্রজাতন্ত্রে সবচেয়ে ভয়াবহ খনি বিস্ফোরণের ঘটনা। সিটিকে বার্তা সংস্থা জানিয়েছে, ১৯৯০ সালে কারভিনার কাছে একটি খনিতে অগ্নিকাণ্ডে ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছিলেন।

ওকেডি’র ব্যবস্থাপনা পরিচালক বোলস্লাভ কোয়াল্কজিক বলেছেন, শেফটের অবস্থার কারণে উদ্ধার অভিযান পরিত্যক্ত করতে হয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, আমরা এমন একটা পয়েন্টে পৌঁছেছি যেখান থেকে সামনে দিকে এগোনো অসম্ভব, কারণ সামনেই প্রচণ্ড আগুন ও দৃশ্যমানতা শূণ্যের কোঠায়।

Development by: visionbd24.com