ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘যেহেতু এখন আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি। তাই এখন আমি সব সাধারণ ছাত্রদের হয়ে লড়ব। যাদের বঞ্চিত করা হয়েছে তাদের জন্য লড়ব। তাদের সঙ্গে নিয়ে স্বচ্ছ নির্বাচনের জন্য লড়ব।’ আজ মঙ্গলবার ক্যাম্পাসে এক মিছিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ নিয়ে খেললে সব পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। যদি ডাকসু নির্বাচন সুষ্ঠু হতো তবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে একটা পোস্টও পেতো না।’ এর আগে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন নুরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতারা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও আহত হন।
Development by: visionbd24.com