বিএনপি ঘর গোছাতে পারেনি। জগাখিচুড়ি ঐক্যের পরিণতি দলটি পদে পদে অনুভব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের কাচারিরহাট বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
এর আগে, ওবায়দুল কাদের সকালে ওই ইউনিয়নের ওটারহাট ও নাছিরের টেক এলাকায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে তালা দিয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। চাঁদপুর-১ আসনে মিলনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে মিলনের শতাধিক সমর্থক নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেন।
Development by: visionbd24.com