‘জগাখিচুড়ি ঐক্যের পরিণতি বিএনপি পদে পদে অনুভব করছে’

শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮ | ৩:৪৭ অপরাহ্ণ | 529 বার

‘জগাখিচুড়ি ঐক্যের পরিণতি বিএনপি পদে পদে অনুভব করছে’

বিএনপি ঘর গোছাতে পারেনি। জগাখিচুড়ি ঐক্যের পরিণতি দলটি পদে পদে অনুভব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের কাচারিরহাট বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।

এর আগে, ওবায়দুল কাদের সকালে ওই ইউনিয়নের ওটারহাট ও নাছিরের টেক এলাকায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে তালা দিয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। চাঁদপুর-১ আসনে মিলনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে মিলনের শতাধিক সমর্থক নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেন।

Development by: visionbd24.com