জঙ্গিবিরোধী সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’-এর পরিচালক ও অভিনেতা খিজির হায়াত খানকে হত্যার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর বনানী থেকে সোমবার তাদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার আদালত ওই দুই জঙ্গিকে তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন।
গ্রেফতার দুই জঙ্গি হল- এবিটির সামরিক শাখার সদস্য এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান (৩০) ও আবু বকর (২০)। মেহেদী হাসানের সাংগঠনিক নাম সবুজ ওরফে আবু সালমান ওরফে হুজাইফা। আবু বকরের সাংগঠনিক নাম ফাহিম আবদুল্লাহ। এর মধ্যে জঙ্গি এমদাদ হত্যার মিশন বাস্তবায়ন করতে গত আগস্টে সৌদি আরব থেকে দেশে ফিরে আসে।
দুই জঙ্গিকে মঙ্গলবার আদালতে হাজির করে বনানী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান দুই জঙ্গির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Development by: visionbd24.com