জনগণই একদিন বিএনপিকে বর্জন করবে : নাসিম

সোমবার, ১৮ মার্চ ২০১৯ | ৩:৪০ অপরাহ্ণ | 257 বার

জনগণই একদিন বিএনপিকে বর্জন করবে : নাসিম

নির্বাচন বর্জনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার (১৮ মার্চ) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির বর্তমান পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন বর্জন করতে করতে বিএনপিদের এমন অবস্থা হবে যে, জনগণ একদিন বিএনপিকে-ই বর্জন করবে। বিরোধী দল বিহীন বাংলাদেশ হোক এটা আমরা চাই না। আপনারা পার্লামেন্টে আসেন, এসে আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেন।’

Development by: visionbd24.com