জনগণের আস্থা-বিশ্বাসের মর্যাদা রক্ষায় কাজ করবে আ.লীগ : প্রধানমন্ত্রী

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | ৯:২০ পূর্বাহ্ণ | 608 বার

জনগণের আস্থা-বিশ্বাসের মর্যাদা রক্ষায় কাজ করবে আ.লীগ : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলেই মানুষ নৌকায় ভোট দিয়েছে। যার ফলে চতুর্থবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো সরকার গঠন সম্ভব হয়েছে। ভোটের মাধ্যমে জনগণের প্রদত্ত আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষার করবে আওয়ামী লীগ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ আওযামী লীগের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার মর্যাদা রক্ষা করা হবে। আর জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি মর্যাদা দেখিয়ে অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে চলতে আওযামী লীগের নেতা

Development by: visionbd24.com