রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এখন সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ। জঙ্গিবাদ সফলভাবেই নির্মূল করা হয়েছে। এখন মাদক সমস্যা সমাধান করাই গুরুত্ব পাচ্ছে। মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
Development by: visionbd24.com