জনগণের রায় আমাদের পক্ষে থাকবে : ড. কামাল

সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | ৮:১৭ অপরাহ্ণ | 666 বার

জনগণের রায় আমাদের পক্ষে থাকবে : ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, সংসদ সদস্য হলো জনগণের প্রতিনিধি। সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত না হলে গণতন্ত্র থাকে না। সঠিক প্রতিনিধিরা যেন নির্বাচিত না হয়, সেজন্য গণবিরোধীরা সোচ্চার রয়েছে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে পরিবর্তনের জন্য, ৩০ ডিসেম্বর জনগণের রায় আমাদের পক্ষে থাকবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি একথা বলেন। তিনি বলেন, সবাইকে ভোট দিতে যাওয়া উচিৎ। জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে আছে। পরিবর্তনের জন্য গোটা দেশ আজ এক মোহনায় মিলিত। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে কামাল হোসেন বলেন, আমরা আশা করছি, অতীতে সেনাবাহিনী নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করেছে। আশা করি, এ নির্বাচনেও তারা অতীতের মত জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে। বিদেশি পর্যবেক্ষকদের ভিসা না দেওয়ার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে দেশ-বিদেশি সম্ভাব্য পর্যবেক্ষকদের জন্য সরকার কর্তৃক সৃষ্ট প্রতিবন্ধকতা অবিলম্বে দূর করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।

Development by: visionbd24.com