জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আইসিইউতে

শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | ৪:২৪ অপরাহ্ণ | 590 বার

জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আইসিইউতে

শ্বাসকষ্টজনিত কারণে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদকে আইসিইউতে নেওয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। শনিবার (২২ ডিসেম্বর) সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী। এরআগে বুকে ইনফেকশনের জন্য দুই সপ্তাহ আগেই স্কয়ার হাসপাতালে ভর্তি হন টেলি সামাদ। গত বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় টেলি সামাদের। এতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তবে অভিনেতা টেলিসামাদের বড় মেয়ে জানিয়েছেন এখন অনেকটা ভালো আছেন তার বাবা। বুকে ইনফেকশন, রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল। এসব সমস্যায় ওষুধ দেয়ার পর সেরে উঠছেন টেলিসামাদ। দুই একদিনের মধ্যেই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।

Development by: visionbd24.com