জমজমের পানি বহনে মানতে হবে শর্ত

শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | ১:৪৯ অপরাহ্ণ | 27 বার

জমজমের পানি বহনে মানতে হবে শর্ত

সৌদি থেকে নিজ দেশে ফেরার সময় জমজমের পানি আনতে ওমরাহ ও হজযাত্রীদের চারটি শর্ত মেনে চলতে হবে।

জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইটে জানিয়েছে, নিজ দেশে ফেরার সময় ওমরাহ ও হজযাত্রীরা শুধু পাঁচ লিটার জমজমের পানির বোতল সঙ্গে নিয়ে যেতে পারবেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, লাগেজের ভিতর ওমরাহ ও হজযাত্রীরা জমজমের পানির বোতল নিতে পারবেন না, বরং বিমানে নিজেদের সঙ্গে জমজমের বোতল রাখতে হবে।

সৌদি আরব থেকে নিজ দেশে জমজমের পানির বোতল নিতে চাইলে অবশ্যই তা মূল কেন্দ্র থেকে ক্রয় করতে হবে, অন্য কোথাও থেকে ক্রয় করলে গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়াও হজ ও ওমরাহ যাত্রীদের আন্তর্জাতিক ফ্লাইটে জমজমের পানির বোতল বহনের অনুমতির জন্য নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ নিবন্ধনের প্রমাণ দেখাতে হবে।

পবিত্র কাবাঘর থেকে ২১ মিটার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এই জমজম কূপ। জমজম ইব্রাহিম (আ.) এর ছেলে ইসমাঈল (আ.) এর স্মৃতিবিজড়িত কূপ। সৌদি গেজেট

Development by: visionbd24.com