তৃণমূল ও জরিপে যারা এগিয়ে আছেন তাদেরকেই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডিতে দ্বিতীয় ধাপে ১২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি আন্দোলন করে কিছু করতে পারবে না তাই মামলা ছাড়া তাদের কিছু করার নাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তৃণমূল ও জরিপ রিপোর্ট। দুটো মিলিয়ে জনমত জরিপে যারা এগিয়ে তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি। মামলা করার নিয়ম আছে তারা করতে পারে। আন্দোলন করে কিছু করতে পারবে না। আন্দোলন করার ক্ষমতা ও সক্ষমতা নাই। নালিশ ও মামলা এ দু’টো নিয়ে তাদের থাকতে হবে।
Development by: visionbd24.com