জাকির নায়েকের সম্পত্তি ক্রোকের নির্দেশ

রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ | ৬:২৬ অপরাহ্ণ | 503 বার

জাকির নায়েকের সম্পত্তি ক্রোকের নির্দেশ

ভারতে ইসলামিক বক্তা জাকির নায়েকের ফের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। অর্থপাচার মামলায় মুম্বাই ও পুনেতে ১৬ কোটি ৪ লাখ কোটি রুপির চারটি ফ্ল্যাটের ওপর আদালত কর্তৃক ক্রোক নির্দেশ দেওয়া হয়। অর্থ পাচার মামলায় এ নিয়ে তৃতীয় দফায় জাকির নায়েকের সম্পত্তি ক্রোক করার নির্দেশ এল। নতুন এ স্থাবর সম্পত্তিসহ সব মিলিয়ে ৫০ কোটি টাকার সম্পত্তির ওপর ক্রোক নির্দেশনা দেওয়া হয়।

শনিবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) জানায়, অর্থ পাচার আইনে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালে ভারতের জাতীয় তদন্ত সংস্থা জাকির নায়েকের বিরুদ্ধে বেআইনি কার্যক্রমের অভিযোগ করা হয়, অন্য ধর্ম নিয়ে তার ‘উত্তেজনাকর বক্তব্য’ মানুষকে জঙ্গি সংগঠনে অনুপ্রাণিত করছে। এছাড়া বিভিন্ন উৎস থেকে অর্থ আসছে এমন অভিযোগও করা হয়।

এ নিয়ে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) জাকির নায়েকের বিরুদ্ধে ১২০ কোটি রুপির মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করে। এতে বলা হয়, বিভিন্ন অজানা ও সন্দেহজনক উৎস থেকে দুবাই অ্যাকাউন্টে এসব অর্থ আসে। যেগুলো ভারত থেকে গ্রহণ করা হয়েছে।

Development by: visionbd24.com