জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘প্রতারণামূলক’ অবহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করে বলেন, ‘এই নির্বাচনে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন হয়নি।’ এ কারণে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি করেন তিনি। মির্জা ফখরুল এমন প্রতিক্রিয়া জানানোর পরপরই বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে যোগাযোগ করে মহাসচিবের প্রতিক্রিয়া তুলে ধরা হয়। এসময় বিএনপির পক্ষ থেকে নির্বাচন বাতিলের দাবি করা হয়।
Development by: visionbd24.com