জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সোমবার, ১২ জুন ২০২৩ | ১০:০৩ অপরাহ্ণ | 27 বার

জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (১২ জুন) গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তাই তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত করতে হবে। বাংলাদেশ নিয়ে নানা চক্রান্ত শুরু হয়েছে, অনেকেই চায় না আমাদের দেশ এগিয়ে যাক।’

নেতাকর্মীদের তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে।’ এসময় প্রধানমন্ত্রী দেশবিরোধী, খুনি, মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সে জন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, ‘যাদের উস্কানিতে বিএনপি আজ লাফাচ্ছে, তারা কিন্তু তাদের ক্ষমতায় বসাবে না। তারা শুধু বিএনপিকে ব্যবহার করবে।’

Development by: visionbd24.com