একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা উত্তর সিটি নির্বাচনেও নিরপেক্ষতার ব্যাপারে আপোষ না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার পর সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
সিইসি বলেন, রির্টানিং কর্মকর্তাদের হাতে কোনো ধরনের অনিয়ম হবে না বলে মনে করে কমিশন। নির্বাচনী প্রতিযোগিতার কারণে কোনো কোনো সময় রাজনৈতিক নেতারা আচরণবিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তাদের নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি।
Development by: visionbd24.com