জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি রওশন দীর্ঘদিন ধরে ব্যাংককের হাসপাতালে শয্যাশায়ী। তাকে আপাতত চিকিৎসকরা ছাড়ছেন না বলেই জাতীয় পার্টি রওশন পন্থিদের ডাকা সম্মেলন স্থগিত করা হয়েছে। রওশন এরশাদ দেশে ফিরলেই সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে।
যদিও চলতি মাসের ২৬ তারিখে সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছিলো। আর রওশন এরশাদের দেশে ফেরার তারিখ ছিলো ২৬-২৭ অক্টোবর। কিন্ত তিনি দেশে ফিরতে পারচ্ছেন না বলেই সম্মেলন আপাতত হচ্ছে না জানিয়েছেন রওশনপন্থী একাধিক নেতা।
চিকিৎসকরা বলছেন, এখনো রওশন এরশাদের চিকিৎসার প্রয়োজন। পুরোপুরি সুস্থ্য হলেই হাসপাতাল কতৃপক্ষ তাকে দেশে ফিরতে অনুমোদন দিবেন।
জাতীয় পার্টি রওশনপন্থীরা দলীয় একাধিক নেতা নাম প্রকাশে অইচ্ছুক নেতা জানিয়েছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা দিবস জানুয়ারীর ১ তারিখ। তখনই সম্মেলন করার কথা ভাবছেন তারা।নাম প্রকাশে অইচ্ছুক একাধিক নেতারা বলেন, সব ঠিক থাকলে প্রতিষ্ঠা বার্ষিকীতেই সম্মেলনের তারিখ চুরান্ত করা হবে এবং সম্মেলন হবে।
অপর এক প্রশ্নের জবাবে নীতিনির্ধারকদের একজন বলেন, তিনি (রওশন) বিরোধীদলীয় নেতা হিসেবে বিদেশে চিকিৎসায় সরকারি যে আর্থিক সহযোগিতা পাচ্ছেন, পদ হারালে সেটা আর পাবেন না। এ কারণে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতার পদ ধরে রাখতে চান,বলেই ধীরগতিতে আগাচ্ছেন তারা।
অপর একটি সুত্রের দাবি এ অবস্থায় রওশনসহ তাঁর অনুসারীদের নিয়ে ২৬ নভেম্বর দলের যে সম্মেলন ডেকেছিলেন, সেটা আপাতত বন্ধ বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত নেতা-কর্মীদের ফিরিয়ে নিতে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
এদিকে রওশন এরশাদের বদলে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশশের জন্য দলটির সংসদ সদস্যরা সংসদে স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
Development by: visionbd24.com