‘জাপা গৃহপালিত বিরোধীদলের ভূমিকা পালন করছে না’

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:০৯ অপরাহ্ণ | 195 বার

‘জাপা গৃহপালিত বিরোধীদলের ভূমিকা পালন করছে না’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সংসদকে প্রাণবন্ত করতে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকায় রয়েছে বলে মন্তব্য করেছেন। আজ রবিবার দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সহায়তা করাই জাতীয় পার্টির মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন জিএম কাদের।

তিনি বলেন, ‘নিজেদের ভেতরে আলাপ আলোচনা করেই আমরা বিরোধী দলের ভূমিকায় এসেছি। তার মানে এই না যে আমরা পাতানো খেলা খেলছি অথবা আমরা গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছি। বিরোধী দল হয়ে অন্যরা যে কাজ করতো আমরা জনগণের প্রত্যাশ্যা পূরণে সেই কাজ করবো।’

Development by: visionbd24.com