জামাতের নিবন্ধন বাতিলের মামলা এখন আপিল বিভাগে— যদি উচ্চ আদালতের রায় বহাল থাকে তবে জামাতের রাজনীতি নিষিদ্ধ হবে— যা এখন চলমান বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জামাত যে নামেই আসুক না কেন যদি যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত থাকে তবে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আর যদি কোনো জামাত নেতা যুদ্ধাপরাধে যুক্ত না থেকে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় তবে সেক্ষেত্রে বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।
এবছর ত্রিশ শতাংশ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হবে—এ কথা উল্লখে কর মন্ত্রী বলেন, তাদের আলাদা বেতন কাঠামো করার চিন্তা করছে সরকার। এক সময় আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালের দায়িত্বে থাকা ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এর জন্য কোনো বিচারিক কাজ বন্ধ হয়নি জানান মন্ত্রী।
Development by: visionbd24.com