জামালপুরে ট্রেন থেকে নামতে গিয়ে দুজনের মৃত্যু

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:১৮ অপরাহ্ণ | 500 বার

জামালপুরে ট্রেন থেকে নামতে গিয়ে দুজনের মৃত্যু

জামালপুরে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নুরুন্দি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র পণ্ডিত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যুমনা এক্সপ্রেস ট্রেনটি নুরুন্দি স্টেশনে এলে দুই যুবক লাফ দিয়ে ট্রেন থেকে নামতে যান। এসময় পা ফসকে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

Development by: visionbd24.com