‘জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না’

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:০৫ অপরাহ্ণ | 361 বার

‘জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না’

জামায়াত এখনো ক্ষমা চায়নি, আর ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এছাড়া জামায়াতের একজন শীর্ষ নেতার দল থেকে পদত্যাগকে কৌশল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই প্রক্রিয়ায় মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না। তারা এখনো ক্ষমা চায়নি। তার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানান মন্ত্রী।

Development by: visionbd24.com