জিবুতিতে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:০০ পূর্বাহ্ণ | 279 বার

জিবুতিতে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

আফ্রিকার পূর্বে অবস্থিত জিবুতি উপকূলে উত্তাল সাগরে অতিরিক্ত যাত্রীবাহী দু’টি নৌকা ডুবরি ঘটনায় এখন পর্যন্ত ৫২ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। মঙ্গলবার এ নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে।

ওই দিন নারী-শিশুসহ ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বুধবার পাওয়া যায় তিন পুরুষ ও ২ নারীর দেহ। এ দিন সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, জিবুতির উত্তর-পূর্বের ম্যানগ্রোভ এলাকার গোদোরিয়া উপকূলে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকা দু’টি ডুবে যায়।

Development by: visionbd24.com