আফ্রিকার পূর্বে অবস্থিত জিবুতি উপকূলে উত্তাল সাগরে অতিরিক্ত যাত্রীবাহী দু’টি নৌকা ডুবরি ঘটনায় এখন পর্যন্ত ৫২ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। মঙ্গলবার এ নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে।
ওই দিন নারী-শিশুসহ ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বুধবার পাওয়া যায় তিন পুরুষ ও ২ নারীর দেহ। এ দিন সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, জিবুতির উত্তর-পূর্বের ম্যানগ্রোভ এলাকার গোদোরিয়া উপকূলে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকা দু’টি ডুবে যায়।
Development by: visionbd24.com