‘জীবনের শেষ পর্যন্ত লড়াই করতে পাকিস্তানের জনগণ প্রস্তুত’

রবিবার, ১০ মার্চ ২০১৯ | ১০:৪৭ পূর্বাহ্ণ | 621 বার

‘জীবনের শেষ পর্যন্ত লড়াই করতে পাকিস্তানের জনগণ প্রস্তুত’

শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের আন্তরিকতার ঘাটতি নেই। মাতৃভূমি রক্ষার জন্য জীবনের শেষ পর্যন্ত লড়াই করতে পাকিস্তানের সামরিক বাহিনী ও জনগণ সম্পূর্ণ প্রস্তুত। ভারত বা অন্য কোনো পরাশক্তি পাকিস্তানকে পরাভূত করতে পারবে না। সিন্ধু প্রদেশে আয়োজিত এক সমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত হোক আর অন্য কোনও পরাশক্তি হোক, কেউ যদি পাকিস্তানকে বশীভূত করতে চায় তাহলে তাদের জানা উচিত যে আমরা এবং আমাদের সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত লড়াই করবো। এজন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

ইমরান খান বলেন, আমি ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি, ভারতীয় উপমহাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি দারিদ্র্য মানুষের বসবাস। সে কারণে সব ইস্যু সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু আমি জানতাম না নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারণার শুরু পর এসব করবেন।

Development by: visionbd24.com