বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেরিন খানের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন জনৈক স্কুটার আরোহী। ভারতের গোয়ায় ঘটমান ওই দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন জেরিন। ড্রাইভিংয়ে ছিলেন তার গাড়ির চালক। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। মৃতের নাম নীতেশ গরাল। তার বয়স ৩১। তিনি স্থানীয় শহর মাপুসার বাসিন্দা।
জানা গেছে, ভারতের উত্তর গোয়ার সমুদ্র পার্শ্ববর্তী আঞ্জুনা গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটে। এসময় জেরিনের গাড়ির সাথে বিপরীত থেকে আসা স্কুটারের সজোরে ধাক্কা লাগে, এতে মাথায় চোট পান ওই যুবক। তখন গুরুতর অবস্থায় নীতেশকে মাপুসার আসিলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করছে তারা।
বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। ২০১০ সালে ‘ভীর’ সিনেমার মাধ্যমে অভিষেক তার। সালমান খানের হাত ধরেই ওই সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। জেরিন হেট স্টোরি ৩, হাউসফুল ২, বীর-এর মত আলোচিত ও ব্যাবসা সফল ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তার ্একান্ত ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেও তিনি আলোচনায়।
Development by: visionbd24.com