জ্ঞান অর্জনই সাফল্যের মূলমন্ত্র : অর্থমন্ত্রী

রবিবার, ১০ মার্চ ২০১৯ | ৪:৩০ অপরাহ্ণ | 404 বার

জ্ঞান অর্জনই সাফল্যের মূলমন্ত্র : অর্থমন্ত্রী

জ্ঞান অর্জনই সাফল্যের মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। রোববার রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যিনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তিনি তত বেশি সফল হবেন।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা ক্যাম্পাসে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। এ সময় সন্তানদের বেশি সময় দেয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি। ঘুষ খাওয়া ও দেয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের দৃঢ় সংকল্পবদ্ধ হতে বলেন অর্থমন্ত্রী।

পুরস্কার বিতরণ শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ এম রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিক গ্রুপ, লোটাস কামাল গ্রুপ ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Development by: visionbd24.com