ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তরিকুল ওই গ্রামের তক্কেল মণ্ডলের ছেলে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় মথুরাপুর গ্রামের তক্কেল মণ্ডলের বাইসাইকেল নিয়ে ভাতিজা বাধনের সাথে বাকবিতণ্ডা বাধে। এর জের ধরে তক্কেল ভাতিজাকে থাপ্পড় দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পাশে থাকা চাচাতো ভাই তরিকুল মণ্ডলকে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করে।
Development by: visionbd24.com