টাঙ্গাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

রবিবার, ২৪ মার্চ ২০১৯ | ১১:২৬ পূর্বাহ্ণ | 443 বার

টাঙ্গাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) বাসাইল উপজেলার হাকিমপুর-জশিহাটী সড়কে এ দুর্ঘটনা হয়।

পুলিশ জানায়, বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী খান বাহাদুরের প্রচারণা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো কামুটিয়া গ্রামের শাওন খান ও জামিল। তালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

টাঙ্গাইল বাসাইল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, রাতে হাকিমপুর-জশিহাটী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছে। লাশ দু’টি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Development by: visionbd24.com