কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শামসু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে। তিনি উপজেলার পূর্ব শিকদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া নাফ নদীর তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি তদন্ত এবিএমএস দোহা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদকবিক্রেতা শামসুকে পুলিশ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া চেকপোস্টের কাছে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করে। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ সামসুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
Development by: visionbd24.com