কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বেলাল হোসেন লক্ষীপুরের ভবানীগঞ্জের আব্দুল্লাহ পুরের আবুল বাশারের ছেলে।
এর আগে তাকে আটক করা হয়। আটক বেলাল হোসেনকে নিয়ে ইয়াবা উদ্ধারে অভিযানে গেলে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ৭ হাজার ইয়াবা, ২টি মোবাইল, নগদ টাকাসহ গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে। নিহতের পকেটে থাকা কাগজপত্রের সূত্র ধরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয় বলে থানা পুলিশ জানিয়েছে।
Development by: visionbd24.com