টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত

শুক্রবার, ০১ মার্চ ২০১৯ | ১০:২৮ পূর্বাহ্ণ | 229 বার

টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি ও পুলিশ।

জানা গেছে, উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন মগপাড়ার কাকড়া প্রজেক্ট এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞতনামা দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুদ জামান। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে একই উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় দু’দলের মধ্যে গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন- নজির আহমেদ (৩৮) ও গিয়াস উদ্দিন (৩৫)। টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Development by: visionbd24.com