টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | ৯:০০ পূর্বাহ্ণ | 396 বার

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফের খানকার ডেইল গ্রামের মেহেদীর লবণ প্রজেক্ট এলাকায় বৃহস্পতিবার বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নূরুল ইসলাম নামের একজন মারা গেছেন। টেকনাফ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ইয়াবার চালান আসার গোপন খবরে বিজিবির ব্যাটলিয়ান-২ এর নায়েক সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহলদল টেকনাফের খানকার ডেইল গ্রামে অভিযানে যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা গুলি করা শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। গোলাগুলির ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Development by: visionbd24.com