ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯ | ১:০৯ অপরাহ্ণ | 358 বার

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঠাকুরগঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পরেশ চন্দ্র বর্মণ (৫০) ও মাহফুজার রহমান জিয়ন (৪৫) নামের দুই এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি উনত্রিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরেশ চন্দ্র বর্মণ সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের পেয়ারিগাঁও কচুবাড়ি গ্রামের মৃত অনন্ত বর্মণের ছেলে ও মাহফুজার রহমান জিয়ন শহরের ইসলামবাগ এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি
(এনজিও) প্রতিষ্ঠানের কর্মী পরেশ চন্দ্র বর্মণ ও জিয়ন পেশাগত কাজে মোটরসাইকেলযোগে কর্মস্থল রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিকে থেকে আসা পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক তাদের চাঁপা দিয়ে চলে গেলে তারা ট্রাকের চাকায় পিষ্ঠ হয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা: সুব্রত কুমার সেন চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

Development by: visionbd24.com