ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা

মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | ২:১৫ অপরাহ্ণ | 548 বার

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। মঙ্গলবার বেলা ১টার দিকে মির্জা ফখরুলের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট এলাকায় এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু জানান, সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে যাচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথে সদর উপজেলার দানারহাট এলাকায় পথসভার উদ্দেশে তিনি গাড়ি থামালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে মির্জা ফখরুলের কালো হায়েস গাড়িসহ আরও চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

Development by: visionbd24.com