ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হচ্ছেন, স্থানীয় বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে আব্দুস সবুর (২৪) ও রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, রাতে রাণীশংকৈল উপজেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে সবুর ও জাহাঙ্গীর হালখাতার দাওয়াত দেওয়ার জন্য নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামে যাচ্ছিলেন। গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন।
Development by: visionbd24.com