ঠাকুরগাঁও জেলার সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ধর্মগড় সীমান্তে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহা. মাসুদ গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
জানা গেছে, ভোর ৪টার দিকে রাজুসহ কয়েকজন ধর্মগড় সীমান্তের ৩৭২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই রাজু নিহত হয়। নিহত রাজু (২১) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
Development by: visionbd24.com