ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৩৭ জন প্রার্থী। ২৫ পদের বিপরীতে এ মনোনয়নপত্র জমা পড়েছে। হল সংসদে ১৩ পদে ১৮টি হলে মোট ৫৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে আগামী ৩ মার্চ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়। বিনা ফি’তে এ মনোনয়ন সংগ্রহের সুযোগ ছিল।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ডাকসুর বিভিন্ন পদে ২৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে ১৮টি হলের বিভিন্ন পদে ৫৯৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কোন পদে কতজন প্রার্থিতা করবেন সেই হিসাব হাতে আসেনি। পরে জানানো হবে। যাচাই-বাছাই শেষে আগামী ৩ মার্চ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।’
Development by: visionbd24.com