‘ডাকসু নির্বাচন নিয়ে উদ্ভুত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে’

সোমবার, ১১ মার্চ ২০১৯ | ৮:০৪ অপরাহ্ণ | 252 বার

‘ডাকসু নির্বাচন নিয়ে উদ্ভুত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে’

ডাকসু নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা হলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে উদ্ভুত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে যেভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে, এখানেও একই ব্যবস্থা নেবে। সেখানে আইনশৃঙ্খলা অবনতি হবার আশঙ্কা নেই।

আজ সোমবার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, এটা ডাকসু নির্বাচন, দেশের নির্বাচন নয়। ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বক্তব্য দিয়েছেন। সেখানে জাল ভোট হচ্ছে কি-না সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মন্তব্য করতে পারবেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, প্রথমপর্বের উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এই পর্বের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যথাযথভাবে ব্যবস্থা নিয়েছিলাম। আমরা বিশ্বাস করি, সকল উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে।

রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা ও মহানগর পুলিশ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্চের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার কেএম হাফিজ আক্তার ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

Development by: visionbd24.com