ডাকসু-হল সংসদ নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ

রবিবার, ০৩ মার্চ ২০১৯ | ৬:১৩ অপরাহ্ণ | 351 বার

ডাকসু-হল সংসদ নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও হলগুলোর নোটিশ বোর্ডে এ তালিকা প্রকাশ করা হয়। এদিকে, পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে প্রচার প্রচারণা চালিয়েছে সক্রিয় ছাত্র সংগঠনসহ স্বতন্ত্র প্রার্থীরা।

ছাত্রলীগ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ ছাত্রদলসহ বাম সংগঠনগুলোর। তবে, নির্বাচনে বিজয়ী হতে না পারার শঙ্কা থেকেই এধরনের অভিযোগ করা হচ্ছে বলে জানান ছাত্রলীগ নেতারা।

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে সক্রিয় ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রার্থীরা। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদে যত অনিয়ম ও অসুবিধা শিকার হতে হয় তা নিরসনই হবে একমাত্র কাজ বলে জানান প্রার্থীরা।

ক্যাম্পাসে পোস্টার লাগিয়ে ছাত্রলীগ আচরণবিধি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন ছাত্রদলসহ বাম সংগঠনের নেতারা। নেতারা বলেন, প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আচরণবিধিসহ নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ করে ছাত্রলীগ নেতারা বলছেন, তাদের জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Development by: visionbd24.com