ব্যাংক ডাকাতের ছুরিকাঘাতে পোল্যান্ডের এক মেয়রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে গুডাংস্ক শহরে আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টের মঞ্চে এঘটনা ঘটে।
২৭ বছর বয়সী ওই ব্যাংক ডাকাতকে জেলে দেয়ায় ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে তিনি পোল্যান্ড মেয়র পাওয়েল আদামোউইজকে ছুরিকাঘাত করেন।
এর পরপরই ৫৩ বছর বয়সী এ মেয়রকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। ৫ ঘণ্টাব্যাপী অপারেশনে মেয়রকে ৪১ ইউনিট রক্ত দিতে হয়েছে বলেও জানান চিকিৎসকরা।
পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার (১৫ জানুয়ারি) মারা যান। এ ঘটনায় ঘাতক ওই ব্যাংক ডাকাতকে আটক করেছে পুলিশ।
সূত্র: সিএনএন
Development by: visionbd24.com