ঋণখেলাপির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।
আতিকুল ছাড়া অন্য যে চার প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন: ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম। আগামী ২৮ ফেব্রুয়ারি এ ডিএনসিসির নির্বাচন হবে।
গত ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ২০১৮ সালের জানুয়ারিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৬ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল। পরে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়ে যায়। আওয়ামী লীগ বিজিএমইএয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল। বিএনপি প্রার্থী করে তাবিথ আউয়ালকে। তবে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
Development by: visionbd24.com