ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ১

শনিবার, ০২ মার্চ ২০১৯ | ১০:১৫ পূর্বাহ্ণ | 286 বার

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ১

পাবনার ঈশ্বরদী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার সময় উপজেলার পতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে পতিরাজপুর গ্রামের এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Development by: visionbd24.com