ডেমরায় দুই শিশুর মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯ | ৯:০০ পূর্বাহ্ণ | 586 বার

ডেমরায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহান নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দোলার বয়স পাঁচ ও নুসরাতের বয়স সাড়ে চার বছর। তারা পাশাপাশি বাসায় থাকত।

নিহত দোলার চাচা রাশেদুল ইসলাম জানান, দুপুর থেকেই এই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের সন্ধান পাওয়ার জন্য ফেসবুকে ছবি দিয়ে খোঁজ জানতে চাওয়া হয়। এছাড়া এলাকায় মাইকিং করা হয়। মাইকিং করার একপর্যায়ে এক যুবকের মাধ্যমে শিশু দুটির খোঁজ জানতে পারেন রাশেদুল। মোস্তফা নামে এক পোশাক শ্রমিকের ঘর থেকে মেলে শিশু দুটির মরদেহ।

রাশেদুল জানান, এলাকাবাসীর কাছ থেকে জেনেছেন, মোস্তফা তার স্ত্রী-সন্তান নিয়ে সেখানে থাকেন। তবে সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি। কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবু হায়াত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানা হচ্ছে।

Development by: visionbd24.com