রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবোর একটি ফ্ল্যাটে আবদুল্লাহ আল মাহমুদ (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনবাত রাত সাড়ে ১২টার দিকে ওই বাসার ছয়তলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের বিস্তারিত পরিচয় ও হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীনিবাস গণমাধ্যমকে জানান, কাঁচি দিয়ে বুকে আঘাত করে কেউ তাকে হত্যা করেছে।
তিনি বলেন, আদম ব্যবসার টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধিতার জের ধরে আবদুল্লাহ খুন হতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Development by: visionbd24.com