ঢাকার সবুজবাগে একজন খুন

শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮ | ১১:২২ পূর্বাহ্ণ | 527 বার

ঢাকার সবুজবাগে একজন খুন

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবোর একটি ফ্ল্যাটে আবদুল্লাহ আল মাহমুদ (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনবাত রাত সাড়ে ১২টার দিকে ওই বাসার ছয়তলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের বিস্তারিত পরিচয় ও হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীনিবাস গণমাধ্যমকে জানান, কাঁচি দিয়ে বুকে আঘাত করে কেউ তাকে হত্যা করেছে।

তিনি বলেন, আদম ব্যবসার টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধিতার জের ধরে আবদুল্লাহ খুন হতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Development by: visionbd24.com