ঢাকার সবুজবাগ‌ে নটর ডেম ছাত্রের পা বাঁধা লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:১৬ পূর্বাহ্ণ | 222 বার

ঢাকার সবুজবাগ‌ে নটর ডেম ছাত্রের পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নটর ডেম কলেজের এক ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম ইয়োগেন হেনছি গোন সালভেজ (২২)।

তিনি নটর ডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। গত মঙ্গলবার রাতে কদমতলার ৯ নম্বর লেনের ৭৭/এ নম্বর বাড়ির নিচতলার ফ্ল্যাটে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। নতুন ভাড়া নেওয়া এই বাসায় তিনি এ দিনই উঠেছিলেন। গতকাল সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। পরিচয় গোপন করে নতুন ভাড়া বাসায় উঠেই খুন হন ইয়োগেন।

তাঁর বাবার নাম ম্যাকলিন গোন সালভেজ। গ্রামের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাটায়। নতুন বাসায় ওঠার আগে ইয়োগেন মামাতো বোন শ্রিপার সঙ্গে পুরান ঢাকার নারিন্দায় থাকতেন।

প্রাথমিক তদন্ত শেষে সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, ঢাকায় আত্মীয়ের বাসা ছেড়ে এক মাস আগে ইয়োগেন নতুন বাসাটি ভাড়া নেন। ওঠেন গত মঙ্গলবার। নতুন বাসায় উঠলেও পরিবারের লোকজনকে জানাননি। বাড়ি ভাড়া নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন। এসব বিষয়ে তদন্ত চলছে। তাঁর লাশের পাশে একটি অর্ধেক জুসের বোতল ও কয়েকটি খালি বোতল পাওয়া যায়। এ ছাড়া রুমে ছড়ানো অবস্থায় কেরোসিন তেল ছিল। ঘটনায় অনেক রহস্য আছে। তদন্তে তা জানা যাবে।

গতকাল দুপুরে ইয়োগেনের লাশের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ময়নাতদন্তে পিঠে ও পেটে ১৫টি ছুরিকাঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Development by: visionbd24.com