ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দক্ষিণ সিটি করপোরেশনে ছয় ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ ও স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দুই সিটিতে সংযোজিত নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না করেই তফসিল ঘোষণা করায় এ রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। বুধবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তিনি।
রিট আবেদনের পর ইউনুছ আলী আকন্দ সংবাদমাধ্যমকে বলেন, রিট আবেদনটি আজ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টে উত্থাপন করা হবে। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সাতজনকে বিবাদী করা হয়েছে।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়।ওই বছরের ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আলাদা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৮ সালের ১৭ জানুয়ারি ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
Development by: visionbd24.com