ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন হাসিনা

শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ | ৫:৫০ অপরাহ্ণ | 606 বার

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন হাসিনা

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। রোববার (৩০ ডিসেম্বর) ওই কেন্দ্রে শেখ হাসিনার ভোট দেয়ার তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তবে ঠিক কখন তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন সেই বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

তবে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পরপরই তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে একটি সূত্র। কোনো ধরনের বিরতি ছাড়া ওইদিন বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

Development by: visionbd24.com