ঢাকা সিটি নির্বাচন : প্রার্থীদের দেয়া হলো প্রতীক

রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ৪:২৫ অপরাহ্ণ | 198 বার

ঢাকা সিটি নির্বাচন : প্রার্থীদের দেয়া হলো প্রতীক

ঢাকা উত্তর সিটি করপোরেশনে-ডিএনসিসির মেয়র পদে উপ নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দিয়েছেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ডিএনসিসির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পাটির প্রার্থী শাফিন আহমেদ লাঙল পেয়েছেন। আব্দুর রহিম (স্বতন্ত্র) টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান -আম, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান – বাঘ।

সবাই যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করেন সেই আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে ইতিমধ্যে অনেকেই প্রচার কাজ শুরু করেছেন। ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্ব সময় পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন। অর্থাৎ প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। কেননা, ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। উত্তরে কাউন্সিলর পদে ১২৪জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর পদে ১২৫জন প্রার্থী মাঠে রয়েছেন।

Development by: visionbd24.com